English | Bangla
শিশুদের মানসিক ও শারিরিক বিকাশে এলাকভিত্তিক শিশুদের জন্য মোবাইল প্লে-গ্রাউন্ড এলাকাবাসির সাথে সভা
ঢাকায় দেশের ১২ শতাংশ মানুষের বাস এবং নগরকেন্দ্রীক জনসংখ্যার ৩২ শতাংশ এই শহরে বাস করে। এই বিরাট জনসংখ্যার তুলনায় মাঠ-পার্কের সংখ্যা খুবই অপ্রতুল। অথচ পার্ক এবং খেলার মাঠ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সকল স্থান আমাদের শারীরিক কার্যক্রমের সুযোগ প্রদান করে শারীরিক স্বাস্থ্য বিকাশে সহায়তা করে। আমাদের শহরে সামাজিকীকরণের যথেষ্ট সুযোগ না থাকায় শিশু-কিশোররা টিভিতে কার্টুন অথবা গেইমস এ আসক্ত হয়ে পড়ছে এবং তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সময় কাটানোর জায়গার অভাবে বেশিরভাগ সময় বাসায় বন্দি থাকছেন। 
অর্থ ও স্থানের সংকুলান বিবেচনায় সিটি কর্পোরেশনের পক্ষে দ্রুত বড় আকারের মাঠ-পার্ক তৈরি করা কঠিন। খুব কম খরচে ও স্বল্প জায়গায় শহরের প্রতিটি ওয়ার্ডে এলাকাভিত্তিক খেলাধূলা ও সামাজিকীকরণের সুযাগ তৈরি করা যেতে পারে। এলাকার অভ্যন্তরে কম ব্যস্ত সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ রেখে তা এলাকাবাসীর খেলাধূলার জন্য উন্মুক্ত করে দেয়া হলে নিঃসন্দেহে এলাকাবাসী উপকৃত হবেন। 
গত ০৫ জানুয়ারি ২০২৩ বৃহষ্পতিবার, সন্ধ্যা ০৬.০০ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে পশ্চিম ধানমন্ডি মধুবাজার পানির পাম্প এলাকায় আয়োজিত “খেলাধূলা ও বিনোদনের জন্য এলাকাভিত্তিক মোবাইল প্লে-গ্রাউন্ড” শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।