English | Bangla
কার্যক্রম
নভেম্বর, ২০১৬ রবিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে “তামাক নিয়ন্ত্রণে এফসিটিসি আর্টিকেল ৫.৩ বাস্তবায়ন ও স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক যোগান নিশ্চিতে করনীয়” র্শীষক রাজশাহী বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী’র অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মনির হোসেন এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো.আব্দুল হান্নান। এতে বক্তব্য রাখেন- রাজশাহী’র অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) সুলতান আব্দুল হামিদ, পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী বিভাগ ডা. অসীষ কুমার সাহা, এসিডি’র নির্বাহী পরিচালক সালিমা সারওয়ার, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ...
তামাকজনিত মৃত্যু ও ভয়াবহতা কমিয়ে আনতে তামাক নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ গ্রহণ, অন্যদিকে তামাক কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব দুটি বিষয় পারস্পরিকভাবে সাংঘার্ষিক। কারণ, তামাক কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব থাকলে তামাক নিয়ন্ত্রণসহ জনস্বাস্থ্য উন্নয়নে গৃহিত সরকারের পদক্ষেপ জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে প্রশ্নবিদ্ধ হয়। এছাড়া তামাক কোম্পানিতে সরকারের সচিব পর্যায়ের প্রতিনিধি থাকায় তামাক কোম্পানিগুলো আইন লঙ্ঘণ করে চলেছে। তাই সরকারের জনস্বাস্থ্য উন্নয়নের সদিচ্ছাকে বিতর্কমুক্ত ও তামাক কোম্পানিকে শাস্তি প্রদান নিশ্চিত করতে তামাক কোম্পানিতে সরকারের শেয়ার ও সরকারি প্রতিনিধি প্রত্যাহার করা উচিত। ৩ নভেম্বর, সকাল ১১টায় ওয়ার্ক ...
অক্টোবর, ২০১৬ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি হতে সরকারের শেয়ার প্রত্যাহারের দাবীতে” আয়োজিত অবস্থান কর্মসূচিতে উপরোক্ত দাবী জানান তামাক বিরোধী সংগঠনের নেতৃবৃন্দ। এতে জানানো হয়, ২০১৫ সালের হিসাব অনুযায়ী ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে সরকার ও বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে ১১.৪৫ শতাংশ। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো পণ্যের ব্যবসায় সরকারের অংশীদারিত্ব থাকার বিষয়টি দেশের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে। তবে আশার কথা, সরকার ইতোমধ্যেই ৩০% থেকে তার শেয়ার ১১.৪৫% এ নামিয়ে এনেছে যা প্রশংসনীয় কিন্তু, সরকারের উন্নয়ন নীতিকে চলমান রাখতে ...
তামাক কোম্পানির সঙ্গে সরকার, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের মৌলিক বিরোধ ও নৈতিক বিভেদ রয়েছে। তামাক কোম্পানির উদ্দেশ্য কিশোর-তরুণদের মৃত্যুঘাতী পণ্য বিড়ি-সিগারেটসহ তামাকের নেশায় ধাবিত করার মাধ্যমে মুনাফা অর্জন। অন্যদিকে সরকারের উদ্দেশ্য হচ্ছে জনস্বাস্থ্য উন্নয়ন। এ বিরোধের কারণে তামাক কোম্পানির সব ধরণের কার্যক্রম প্রতিহত ও বর্জন করতে হবে। জাতীয় তামাকমুক্ত দিবস ২০১৬ ও তামাক বিরোধী সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ বক্তব্য তুলে ধরা হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোটের উদ্যোদে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ ...
নিরাপত্তার জন্য হুমকি, জনস্বাস্থ্য ও পরিবেশ বিধ্বংসী প্রাণঘাতী তামাকের চাষ নিয়ন্ত্রণ জরুরি। এক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় প্রধান ভূমিকা পালন করতে পারে। দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি মন্ত্রণালয় নানা ধরনের কর্মসূচী গ্রহণ করছে। কিন্তু আগামী দিনে জনসংখ্যা বৃদ্ধি ও নানাবিধ কারণে খাদ্য উৎপাদনযোগ্য কৃষি জমির পরিমাণ কমতে থাকায় খাদ্য ঘাটতির আশংকা রয়েছে। তামাক চাষ নিয়ন্ত্রণে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাধাগ্রস্ত এবং বিলম্বিত হচ্ছে। তামাক চাষ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব ও দায়বদ্ধতার নিশ্চিত করার আহবান জানিয়ে ০১ সেপ্টেম্বর সকাল ১১টায় অবস্থান ...