English | Bangla
কার্যক্রম
 শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত হেঁটে যাতায়াতে উদ্বুদ্ধ করার পাশাপাশি তারা কিভাবে নিরাপদে হাঁটবে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গত 17 জানুয়ারি 2017 রাজধানীর ধানমন্ডির রায়েরবাজারের আলিফ আইডিয়াল পাবলিক স্কুলে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে হেঁটে যাই বিদ্যালয়, দেহ মন সুস্থ্য রয় শীষর্ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে স্কুলে নিরাপদে হেঁটে যাতায়াতের পরিবেশ সৃষ্টির দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করে।  ...
ঢাকা শহরের অন্যতম সমস্যা যানজট, যা বিদ্যালয়ে যাওয়া এবং আসার সময়টাতে মারাত্মক আকার ধারণ করে, স্কুলে হেঁটে যাতায়াতের মাধ্যমে হ্রাস করা সম্ভব। অর্থাৎ বিদ্যালয়ে হেঁটে যাতাাতের ফলে যেমন শিশুর স্বাস্থ্য ভাল থাকবে তেমনি পরিবেশ দূষণ কমবে এবং যাতায়াত খরচও সাশ্রয় হবে। শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত হেঁটে যাতায়াতে উদ্বুদ্ধ করার পাশাপাশি তারা কিভাবে নিরাপদে হাঁটবে সে বিষয়ে গত 04 আগস্ট 2016 সচেতনতা বৃদ্ধিতে রাজধানীর ধানমন্ডির রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন।  ...
মোহাম্মদপুরের মনসুরাবাদে অবস্থিত সুইট বার্ড স্কুল এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ উদ্যোগে “হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়” শ্লোগানে “সুস্থতায় স্কুলে হেঁটে যাতায়াতের নিরাপদ পরিবেশ চাই” কর্মসূচির অংশ হিসেবে সুইট বার্ড স্কুলের ৩য় থেকে ৮ম শ্রেণীর শিক্ষাথীদের মাঝে ২১ জুলাই ২০১৬ বিদ্যালয় প্রাঙ্গনে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রায় তিনশত শিক্ষার্থী এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে এবং জানা যায় স্কুলের প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী হেঁটে যাতায়াত করে।  ...
16 মার্চ  2016 সকাল ১১.০০ টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর পরিবহন বিষয়ক কমিটি এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক আয়োজিত “যানজট হ্রাসে শিক্ষার্থীদের হেঁটে বিদ্যলয়ে যাতায়াতের গুরুত্ব” শীর্ষক মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তরা এ অভিমত ব্যক্ত করেন।   ...
ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার সকাল ১০ টায় রায়ের বাজার এলাকার তিনটি বিদ্যালয়- আলী হোসেন বালিকা বিদ্যালয়, ধানমন্ডি কচিকন্ঠ হাইস্কুল এবং ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে ‘নিরাপদ ও স্বচ্ছন্দে হেঁটে স্কুলে যাতায়াতের জন্য সচেতনতা বৃদ্ধিতে “আমার বিদ্যালয়ে যাওয়ার পথ” অঙ্কন ও প্রদর্শন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী’র সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন মহিদুল হক খান, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ...