English | Bangla
কার্যক্রম
৩১ অক্টোবর ২০১৫ রায়ের বাজার বৈশাখী খেলার মাঠে ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুল, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ ও স্বচ্ছন্দে হেঁটে স্কুলে যাতায়াতের পরিবেশ সৃষ্টিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেয়াল অঙ্কন কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী’র সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন মো: হাসান উল হামিদ খান, গভর্নং বডির চেয়ারম্যান, রায়েরবাজার হাই স্কুল। উদ্বোধন অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রায়ের বাজার ...
শিশুদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য “হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়” স্লোগানে ধানমন্ডি কচিকণ্ঠ স্কুল, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ উদ্যোগে স্কুলে চলাচলের নিরাপদ পরিবেশ তৈরির দাবিতে 18 নভেম্বার 2014 সকাল ৯.০০ টায় রায়েরবাজার বৈশাখি খেলার মাঠ হতে আলী হোসেন বালিকা বিদ্যালয় পর্যন্ত একটি র‌্যালির আয়োজন করা হয়।  ...
রায়েরবাজারে অবস্থিত ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ উদ্যোগে “হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়” শ্লোগানে ”সুস্থতায় স্কুলে হেঁটে যাতায়াতের নিরাপদ পরিবেশ চাই” কর্মসূচির অংশ হিসেবে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এর শিক্ষাথীদের মাঝে 20 অক্টোবর 2014 সকাল ১০.৩০ মিনিট হতে বিদ্যালয় প্রাঙ্গনে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রায় দুইশত শিক্ষার্থী এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে। ...
পশ্চিম ধানমন্ডির শংকরে অবস্থিত ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুল এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ উদ্যোগে “হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়” শ্লোগানে ”সুস্থতায় স্কুলে হেঁটে যাতায়াতের নিরাপদ পরিবেশ চাই” কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুল এর শিক্ষাথীদের মাঝে ২৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে বিদ্যালয় প্রাঙ্গনে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রায় দুইশত শিক্ষার্থী এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে। ...
পশ্চিম ধানমন্ডির শংকরে অবস্থিত আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ উদ্যোগে “হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়” শ্লোগানে ”সুস্থতায় স্কুলে হেঁটে যাতায়াতের নিরাপদ পরিবেশ চাই” কর্মসূচির অংশ হিসেবে আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষাথীদের মাঝে ২৫ ও ২৬ আগষ্ট বিদ্যালয় প্রাঙ্গনে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রায় তিনশত শিক্ষার্থী এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে।  ...