English | Bangla
কার্যক্রম
শহরে স্কুলে আসা যাওয়ার সময়টিতে যানজট সবচেয়ে তীব্র আকার ধারণ করে। এ সমস্যা থেকে উত্তরণে শিশুদের হেঁটে বিদ্যালয়ে যাতায়াত একটি সমাধান হতে পারে। এজন্য শিক্ষার্থীদের হেঁটে যাতায়াতের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। নিরাপদে হেঁটে স্কুলে যাওয়ার পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ার সঙ্গে শিক্ষার্থী এবং এলাকাবাসীর সম্পৃক্ততা নিশ্চিত করা প্রয়োজন। রিভাইজ ঢাকা ডিটেইল্ড এরিয়া প্ল্যানে (ড্যাপ) এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে এলাকাবাসী এবং শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০১৮ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), শেলটেক এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ...
ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট রাজধানীর রায়ের বাজার এলাকায় ৫ টি বিদ্যালয়ে একটি জরিপ কার্যক্রমের মাধ্যমে জানতে পারে যে, এ এলাকার ৯৫ শতাংশ শিক্ষার্থী হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করে। ভাঙ্গা রাস্তা, গাড়ির অত্যধিক গতি, আবর্জনা, জলাবদ্ধতা, গাড়ির হর্ন ইত্যাদি সমস্যা থাকা স্বত্বেও তারা প্রতিদিন হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করে। কিন্তু এ অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ চায় তারা। হেঁটে যাতায়াতের নিরাপদ ও স্বচ্ছন্দ বিষয় নিশ্চিতের দাবিতে রায়েরবাজার এলাকার আলী হোসেন বালিকা বিদ্যালয়, ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুল, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এবং আলিফ আইডিয়াল ...
১৬ মার্চ ২০১৭, সকাল ১১.০০ টায়, জাতীয় প্রেসক্লাবের ভি.আই.পি লাউঞ্জে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার্থীদের নিরাপদ ও স্বচ্ছন্দে হেঁটে বিদ্যালয়ে যাতায়াতের পরিবেশ সৃষ্টিতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। ...
১ মার্চ ২০১৭, সকাল ৯.৩০ এ শংকর থেকে রায়ের বাজার পর্যন্ত ৪টি স্থানে আলী হোসেন বালিকা বিদ্যালয়, ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুল, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এবং আলিফ আইডিয়াল পাবলিক স্কুলের সম্মিলিত আয়োজনে এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহযোগিতায় “নিরাপদ ও স্বচ্ছন্দে স্কুলে হেঁটে যাতায়াতের সুবিধার্থে সকলের প্রতি আহ্বান” জানিয়ে আয়োজিত ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই আহ্বান জানান। ...
২৩ ফেব্রুয়ারি ২০১৭, মোহাম্মদপুর মনসুরাবাদে অবস্থিত সুইটবার্ড স্কুল এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ উদ্যোগে ‘নিরাপদ ও স্বচ্ছন্দে হেঁটে স্কুলে যাতায়াতের জন্য সচেতনতা বৃদ্ধিতে “আমার বিদ্যালয়ে যাওয়ার পথ” অঙ্কন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ...