English | Bangla
গবেষণা ও প্রকাশনা
ব্যবহার হ্রাসে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ অন্যতম কার্যকর উপায়। বিদ্যমান “ধূমপান ও তামাকজাত দ্যব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫” এ তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তামাক কোম্পানীগুলো নানাভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করে আসছে। ক্ষতিকর তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষে এর বিজ্ঞাপন নিষিদ্ধ করা জরুরী। আবার অনেক ব্যক্তি বিজ্ঞাপন নিষিদ্ধের প্রয়োজনীয়তা বিষয়ে অবহিত নয়। এ প্রকাশনায় দেশে তামাক নিয়ন্ত্রণ আইন পাশের পূর্বে বিজ্ঞাপনের অবস্থা, আইন পাশের পর বিজ্ঞাপন অপসারণের পদক্ষেপ, আইন লঙ্ঘন করে তামাক কোম্পানীর বিজ্ঞাপন, আইনের দুর্বলতার সুযোগ এ তামাক ...
প্রতিনিয়ত অনেক নতুন নতুন ব্যক্তি ও সংগঠন তামাক নিয়ন্ত্রণ আইন বাসাতবায়নসহ তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু আইন বাস্তবায়নের বিষয়ে অভিজ্ঞতা এবং পর্যাপ্ত তথ্য না থাকার কারণে অনেকের পক্ষে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না । এ প্রকাশনায় অভিজ্ঞতার আলোকে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয় বিভিন্ন সুনির্দিষ্টভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের বিশ্বাস তামাক নিয়ন্ত্রণ আইন মনিটরিং এবং বাস্তবায়নে কাজ করতে আগ্রহী ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম পরিচালনায় এই প্রকাশনাটি সহায়ক হবে। ...
উন্নয়নে ও তামাকের বহুমাত্রিক ক্ষতি কমিয়ে আনতে সরকার প্রণয়ন করেছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এবং বিধিমালা ২০০৬ এ আইনকে কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২০০৭ সালে গঠন করা হয়েছে জাতীয় জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটি এবং সারাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে সমন্বয় করার লক্ষ্যে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল গঠন, চতুর্থবার্ষিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সরকারের বিভিন্ন পর্যায়ে (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসক-সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা-উপজেলা ...
উন্নয়নে ও তামাকের বহুমাত্রিক ক্ষতি কমিয়ে আনতে সরকার প্রণয়ন করেছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এবং বিধিমালা ২০০৬। এ আইনকে কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২০০৭ সালে গঠন করা হয়েছে জাতীয় জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটি এবং সারাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে সমন্বয় করার লক্ষ্যে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল গঠন, চতুর্থবার্ষিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সরকারের বিভিন্ন পর্যায়ে (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসক-সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা-উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ উপজেলার সরকারী ...
উন্নয়নশীল দেশগুলোর একটি। জনসংখ্যার চাপ এবং অভ্যন্তরীণ সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত না হওয়ায় দেশের উন্নয়ন প্রক্রিয়া প্রতিনিয়ত বাধাগ্রস্থ হচ্ছে দেশের ৪০ ভাগেরও বেশি মানুষের খাদ্য ঘাটতিতে ভুগছে। তামাকের ব্যবহারে এসব দরিদ্র মানুষের নানাবিধ সমস্যাকে আরও প্রলভিত করছে। ২০০০ সালে ‍‍‍‍‌"তামাক ও দরিদ্রতা” শীর্ষক গবেষণায় প্রথম তামাকের সাথে দরিদ্রতার সম্পর্কটি উঠে আসে। যাতে দেখা যায় “ধনীদের তুলনায় দারিদ্র দের মাঝে ধূমপান বা তামাকজাত পণ্যের ব্যবহার প্রায় দ্বীগুণ। তামাকের জন্য ব্যয় করা অর্থের ৬৯% খাদ্য ক্রয়ে ব্যয় করলে তা দিয়ে ১ কোটিরও বেশি পরিমাণ ...